রাষ্ট্রীয় রাইফেলসের সেনা কনভয়ে হামলা করে জঙ্গিরাই। এমনটাই জানিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। জঙ্গিদের ছোড়া গ্রেনেডেই আগুন ধরে যায় গাড়িতে। ঝলসে মৃত্যু হয় পাঁচ জওয়ানের। গতকাল বৃহস্পতিবার দুপুরের এই ঘটনার পরে উপত্যকা জুড়ে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। আজ শুক্রবার উপত্যকায় যাচ্ছে এনআইএ।
জম্মুর প্রতিরক্ষা দফতরের মুখপাত্র লেফটেনান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, দুপুর ৩টে নাগাদ ভীমবের গলি থেকে পুঞ্চের দিকে যাচ্ছিল সেনারর ট্রাকটি। সেই সময় জঙ্গিরা হামলা চালায়। প্রচন্ড বৃষ্টি ও দৃশ্য়মানতা কমে যাওয়ার সুযোগে তারা হামলা চালায়। গাড়িটিতে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় পাঁচ জওয়ানের। জানা গেছে পুঞ্চ থেকে ওই জায়গাটি প্রায় ৯০ কিলোমিটার দূরে। ঘটনার পরেই, ১৩ সেক্টর রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডাররা দ্রুত ঘটনাস্থলে যান।
সেনা সূত্র জানাচ্ছে, জঙ্গি মোকাবিলায় নিয়োজিত রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচ জওয়ান শহিদ হয়েছেন। তাঁদের নাম হাবিলদার মনদীপ সিং, ল্যান্স নায়েক কুলওয়ান্ত সিং, সেপাই হরকৃষ্ণাণ সিং এবং সেপাই সেওয়াক সিং। চিফ অব আর্মি স্টাফ জেনারেল মনোজ পাণ্ডে জানিয়েছেন, শহিদ পাঁচ জওয়ানের চারজন পাঞ্জাবের, একজন উড়িষ্যার। আরও এক জওয়ান গুরুতর জখম। তাঁকে রাজৌরির সেনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।