এবার প্রয়াত হলেন তৃণমূল সাংসদ সৌগত রায়ের স্ত্রী ডলি রায়। দীর্ঘ দিন ধরেই দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন তিনি। সম্প্রতি ফুসফুসে সংক্রমণের কারণে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই শুক্রবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সৌগত রায়ের স্ত্রীর পরিবারের সদস্যরা দিল্লীতে থাকেন।
তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনে পিস ওয়ার্ল্ডে তাঁর দেহ রাখা হবে। পেশাগত জীবনে ডলি রায় ছিলেন একজন চা টেস্টার। তিনি ডলি’স টি নামে একটি প্রতিষ্ঠানও খুলেছিলেন। চায়ের বিক্রি কিভাবে বাড়ানো যায় তার ওপর তিনি একাধিক গবেষণা করেছিলেন। এদিকে, ডলির প্রয়াণের পরেই সৌগত রায়কে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সৌগতবাবুর সঙ্গে কথা বলেন ও তাঁকে সমবেদনা জানান।
