আইপিএলে আজ মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। জয়ের ধারা বজায় রাখতে চান মহেন্দ্র সিংহ ধোনিরা। অন্যদিকে আইডেন মার্করামদের লক্ষ্য জয়ের পথে ফেরা। আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে তাদের ঘরের মাঠে হারিয়েছে চেন্নাই। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত জিতে মাঠ ছেড়েছেন ধোনিরা। দলের ব্যাটিং বিভাগ ভাল খেললেও প্রশ্ন উঠছে বোলারদের নিয়ে। হায়দ্রাবাদের বিরুদ্ধে বোলারদের কাছে ভাল পারফরম্যান্স চান মাহি।
পাশাপাশি, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জিতলেও পরের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে হায়দ্রাবাদ। আরও এক বার জয়ে ফিরতে মরিয়া তারা। তবে প্রতিপক্ষ চেন্নাই। ধোনিদের তাঁদের ঘরের মাঠে হারানো মোটেই সহজ নয়। শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে শুরু হবে খেলা। অর্থাৎ, টস গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যে দল টসে জিতবে তাদের প্রথমে বল করার সম্ভাবনা বেশি। হায়দ্রাবাদকে হারালে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দু’দল রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে একই পয়েন্টে চলে আসবে চেন্নাই। পাশাপাশি, জিতে পয়েন্ট তালিকায় কলকাতা নাইট রাইডার্সকে টপকে যাবার সুযোগ থাকছে মার্করামদের সামনে।
