রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ নিয়ে পুরনো মন্তব্যের জেরে ফের আদালতের ডাক এল বর্ষীয়ান গীতিকার তথা চিত্রনাট্যকার জাভেদ আখতারের কাছে। ২০২১ সালে এক সাক্ষাৎকারে আরএসএস নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। এরপরেই আদালতে মামলা দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। বম্বে হাইকোর্ট এই মামলায় ২০ এপ্রিল, অর্থাৎ আজ, বৃহস্পতিবার গীতিকারকে হাজিরার নির্দেশ দিয়েছিল। তবে আদালতে উপস্থিত হননি তিনি। এ বার আগামী ২০ জুন গীতিকারকে হাজিরার নির্দেশ দিল মুম্বইয়ের মুলুন্দ ম্যাজিস্ট্রেট কোর্ট।
ঠিক কী বলেছিলেন জাভেদ? ২০২১ সালে এক সাক্ষাৎকারে আরএসএসের সঙ্গে সরাসরি তালিবানের তুলনা করেন জাভেদ আখতার। এক জাতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘তালিবানরা যেমন মুসলিম রাষ্ট্র চায়, তেমন অনেক হিন্দু হিন্দুরাষ্ট্র চান। এঁরা সবাই একইরকম নিচু মানসিকতার। যাঁরা আরএসএস বা বজরং দলকে সমর্থন করেন, তাঁদের মানসিকতাও একই।’ এই মন্তব্য নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় ওঠে। বিতর্কের মুখে পড়েন জাভেদ।
শেষে এই বিতর্কের জল আদালত পর্যন্ত গড়ায়। আরএসএস নিয়ে এমন মন্তব্যের জন্য বর্ষীয়ান গীতিকারের বিরুদ্ধে আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন আইনজীবী সন্তোষ দুবে। এই মন্তব্যকে আরএসএসের জন্য আপত্তিজনক ও মানহানিকর বলে দাবি করেন তিনি। সেই মামলাতেই গত ১৩ ডিসেম্বর জাভেদ আখতারের বিরুদ্ধে সমন জারি করেছিল মুলুন্দ ম্যাজিস্ট্রেট কোর্ট। যদিও এবছর জানুয়ারিতে ওই সমন পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের যান গীতিকার। তবে এতে যে কিছুই লাভের লাভ হয়নি, তা বৃহস্পতিবার পরিষ্কার হয়ে গেল।