ফের বড় দুর্ঘটনা বন্দে ভারত এক্সপ্রেসে। রেললাইনের উপর দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন স্থানীয় এক ব্যক্তি। সেই সময়েই অন্য ট্র্যাকে ছুটে আসা ট্রেনের সামনে পড়ে একটি গরু। ট্রেনের গতিতে গরুটি এমনই ধাক্কা খেয়ে ছিন্নভিন্ন হয়ে যায়, যে তার দেহের বড় অংশ ছিটকে গিয়ে পড়ে ৩০ মিটার দূরে অন্য রেললাইনে, ঠিক যেখানে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন ওই ব্যক্তি! সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মারা যান তিনি।
রেল সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলোয়ার জেলায়। আরাবল্লি বিহার পুলিশ স্টেশনের তরফে জানানো হয়েছে, মৃত শিবদয়াল শর্মা প্রাক্তন রেলকর্মী। ২৩ বছর আগে তিনি অবসর নেন ভারতীয় রেলের ইলেকট্রিশিয়ানের কাজ থেকে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ কালি মোরি গেট স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছেড়েছিল। তার কিছু পরেই গরুর সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনার মুখে পড়ে সেটি। প্রচণ্ড ধাক্কায় ছিটকে যায় গরুটি। তবে তা যে আরও একজনের মৃত্যুর কারণ হবে, তা যেন দুঃস্বপ্নেও ভাবেননি কেউ!
বন্দে ভারত ট্রেনের দুর্ঘটনায় গরুর মৃত্যু নতুন নয়। এ দেশে এই নতুন হাইস্পিড ট্রেন চালুর পর থেকেই লেগে আছে সমস্যা। রেল রুটে ট্রেনের ধাক্কায় গবাদি পশুর মৃত্যু ঘিরে যেমন শোরগোল হয়েছে, তেমনই পশুর ধাক্কায় রেলের নাকও তুবড়েছে অনেকবার।
এই সমস্যা রুখতে চলতি বছরের জানুয়ারি মাসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেন, ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিতে যেসব ট্রেন ছুটছে কিংবা আগামীদিনে ছুটবে—তার পুরো রুটেই ধাতু দিয়ে তৈরি পোক্ত ফেন্সিং বসানোর সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। উল্লেখযোগ্য বিষয় হল, এই লাইন ঘেরার কাজ প্রথম শুরু হচ্ছে নিউ দিল্লি-হাওড়া এবং নিউ দিল্লি-মুম্বই রুট দিয়েই। এক্ষেত্রে খরচের পরিমাণ দাঁড়াবে প্রায় ৪ হাজার ৬৭৭ কোটি টাকা।