আন্দোলনের রোদ-ঝড় পেরিয়ে মমতা আজকে মমতা হয়েছেন। একদিনে কোথাও থেকে এসে হঠাৎ বসে পড়েননি। এবার নারদ মামলায় ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন নিয়ে এমনই মন্তব্য করলেন শোভন চট্টোপাধ্যায়।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি যেভাবে সিঙ্গুর আন্দোলন নিয়ে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছিলেন তা নিয়েই শোভন এদিন বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কারণেই ১০০ বছরের পুরনো ব্রিটিশ জমানার জমি অধিগ্রহণ আইন বাতিল হয়েছিল।’ ১৯৮৪ সালে যাদবপুর লোকসভায় সোমনাথ চট্টোপাধ্যায়কে হারানোর পর থেকে যেভাবে মমতা আন্দোলনে থেকেছেন, ধারাবাহিক লড়াই করে গিয়েছেন, সাংসদ হিসাবে বাংলার কথা সংসদে দাঁড়িয়ে বলেছেন তা নজিরবিহীন। শোভন এও বলেন, যাঁরা সমালোচনা করছেন তাঁরা ২৬ দিন রাস্তায় পড়ে থেকে দেখান না!
