রাজ্যে একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি চলে। তাই কর্মীদের অতিরিক্ত ডিএ দেওয়া সম্ভব নয়। বকেয়া এবং বর্ধিত ডিএ-র দাবিতে আন্দোলনে যোগ দেওয়া রাজ্য সরকারি কর্মীদের এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে আন্দোলনের ঝাঁঝ কমলেও পুরোপুরি পিছু হটেননি আন্দোলনকারীরা। অবশেষে আজ শুক্রবার বিকেল চারটেয় রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ডিএ আন্দোলনকারীরা। তবে শুধু প্রতিবাদী যৌথ মঞ্চ নয়, সমস্ত কর্মী সংগঠন থেকে একজন করে প্রতিনিধি থাকুন এই বৈঠকে— আদালতে এমনই আবেদন জানিয়েছিল রাজ্য। তাতে সাড়াও দিয়েছে হাইকোর্ট।
প্রসঙ্গত, কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ আদায়ের দাবি তুলে গত ২৭ জানুয়ারি থেকে আন্দোলনে নামেন রাজ্য সরকারি কর্মীরা। জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। তারপরই ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশ ছিল আন্দোলনকারীদের তরফে ৫ জন থাকতে পারবেন। বৃহস্পতিবার সেই সংখ্যা বাড়িয়ে ৬ করা হয়েছে আদালতের তরফে। শুক্রবারের এই বৈঠক নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান যে, যৌথ মঞ্চ বাদে আরও বেশ কয়েকটি সংগঠন আলোচনায় অংশগ্রহণ করতে চেয়ে আবেদন করেছিল। তারা সকলে বৈঠকে থাকতে চান। রাজ্যের তরফে প্রত্যেককে স্বাগত জানানো হয়েছে। রাজ্যের আবেদন, যেন প্রত্যেক সংগঠন থেকে একজন করেই প্রতিনিধি যান। তাতে সায় দিয়েছে আদালত।
