পুলিশের জালে ধরা পড়লেন পলাতক খালিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের স্ত্রী কিরণদীপ কউর। দেশে ছেড়ে পালিয়ে যাওয়ার উপক্রম করছিলেন তিনি। বৃহস্পতিবার অমৃতসর বিমানবন্দর থেকে তাঁকে আটক করল পঞ্জাব পুলিশ। জানা গিয়েছে, বিমানে লন্ডন উড়ে যাওয়ার জন্য রওনা দিচ্ছিলেন কিরণদীপ। এখনও অধরা ‘ওয়ারিস পঞ্জাব দি’ সংগঠনের খালিস্তানি নেতা অমৃতপাল সিং। শোনা গিয়েছে, তাঁকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে কিরণদীপ কউর মদত দিচ্ছিলেন বলে অনুমান তদন্তাকারী আধিকারিকদের। যদিও পঞ্জাব পুলিশ জানিয়েছে, কিরণদীপ কউরকে এখনও আটক করা হয়নি। তাঁকে অভিবাসন দফতরের তরফে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লন্ডন বিমান ধরার জন্য তিনি অমৃতসর বিমানবন্দরে পৌঁছেছিলেন। বোর্ডিংয়ের আগেই আটকানো হয় কিরণদীপকে।
এদিন অমৃতসরের তিন দুঁদে পুলিশ অফিসার অমৃতপালের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে। তবে কোনওভাবেই তাঁর থেকে অমৃতপাল সম্পর্কে একফোঁটা তথ্যও বের করা সম্ভব হয়নি। এবার কিরণদীপের লন্ডন পালানোর চেষ্টা নিয়ে জল্পনা আরও জোরালো হচ্ছে। সূত্রের খবর, ওয়ারিস পঞ্জাব দে চিফ অমৃতপালকে বিদেশি গুপ্তচর সংগঠন আর্থিক মদত দিচ্ছে। আর এ সব তথ্যই রয়েছে স্ত্রী কিরণদীপের কাছে। তিনি নিজে স্বামীকে পালাতে সাহায্য করেছেন। তবে মুখে পুরোপুরি কুলুপ এঁটেছেন তিনি। এবার তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পঞ্জাব পুলিশ, সূত্র অনুযায়ী জানা গিয়েছে এমনটাই।