ইদের আগে শহরবাসীকে আরও একটি উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ষোলআনা মসজিদ সংলগ্ন এলাকায় এদিন মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন নবরূপে সজ্জিত ষোলআনা গেটের।
রিমোট টিপে বিশাল আকারের এই ষোলআনা গেটের উদ্বোধন করলেন মমতা। সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও।
সুন্দরভাবে সাজানো এই গেট উচ্চতার কারণে দূর থেকেই নজর কাড়বে মানুষের। গেটের কারুকার্য দেখে খুশি মুখ্যমন্ত্রীও। মুখ্যমন্ত্রী বললেন, ‘এই গেটটি এত ভাল করে করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কারুকার্য দেখে মনে হচ্ছে এর একটা হিস্টোরিক ভ্য়ালু রয়েছে।’
মমতা যখন সাংসদ ছিলেন, তখন তিনি নিজের এমপি ল্যাড থেকে একটি গেট তৈরির জন্য টাকা দিয়েছিলেন। পরে এলাকাবাসীরা তাঁর কাছে অনুরোধ করেছিলেন, যাতে আরও একটি গেট বানিয়ে দেওয়া হয়। মমতাও আশ্বাস দিয়েছিলেন, সেই গেট তৈরি করে দেবেন।
মসজিদের কারুকার্য দেখে এতটাই খুশি মুখ্যমন্ত্রী যে আগামী দিনে নাখোদা মসজিদের গেটের থেকে কিছুটা এগিয়ে আরও একটি গেট তৈরি করার প্রস্তাবও দেন তিনি। শুধু তাই নয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের গেটটিও পুনর্নির্মাণ করার পরামর্শ দেন মমতা। ষোলআনা গেটের উদ্বোধনের পর ষোলআনা মসজিদেও যান মুখ্যমন্ত্রী। সেখানে বাকিদের সঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। প্রায় ২২ মিনিট মসজিদে কাটানোর পর বেরোন মুখ্যমন্ত্রী।