মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে ফোন করেছেন, শুভেন্দু অধিকারীর এই বক্তব্য মিথ্যা। শুভেন্দু এই বক্তব্য প্রত্যাহার না করলে অমিত শাহের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবে তৃণমূল। বুধবার এই মর্মে শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠাল তৃণমূল কংগ্রেস। দলের লেটারহেডে শুভেন্দুর কাঁথির বাড়ির ঠিকানায় ওই চিঠি পাঠিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন।
চিঠিতে শুভেন্দুর বক্তব্যকে ইংরাজিতে তর্জমা করা হয়েছে। তার পর লেখা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে ফোন করেছিলেন বলে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। অবিলম্বে এই বক্তব্য তাঁকে প্রত্যাহার করতে হবে। নইলে অমিত শাহের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবে তৃণমূল। এই চিঠির প্রতিলিপি অমিত শাহকেও পাঠানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সিঙ্গুরে বিজেপির এক জনসভায় শুভেন্দু বলেন, ‘অমিত শাহ না কি গুন্ডা! ত্রিপুরা, মেঘালয় আর নাগাল্যান্ডের ভোটের পরে আমি ৩ মার্চ অভিযোগ করেছিলাম। বাতিল করুন জাতীয় দলের তকমা। নিয়মের বাইরে চলে গেছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যাকে কালকে গুন্ডা বলেছেন, সেই অমিত শাহজিকে চার বার ফোন করে পা ধরেছে। বলে, আমার রাষ্ট্রীয় তকমাটা ২৪ পর্যন্ত রাখা যাবে না? অমিতজি বলেছেন, না রাখা যাবে না। আপনি তো ভোট পাননি। আর আমাদের নির্বাচন কমিশন আপনার সুব্রত দাসের মতো নয়’।
শুভেন্দুর দাবি খারিজ করে বুধবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যদি এই অভিযোগ প্রমাণ করতে পারে তাহলে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেব। আমাকে এতো সহজ ভাবার কোনও কারণ নেই। আমি দীর্ঘদিন রাজনীতি করছি। প্রমাণ করতে না পারলে তুমি মানুষের সামনে নাকখত দেবে তো?’