সামনেই বিধানসভা নির্বাচন কর্ণাটকে। বিজেপিশাসিত ‘ডবল ইঞ্জিন’ এই রাজ্যে ইতিমধ্যেই তুঙ্গে রাজনীতির পারদ। জোরকদমে প্রচার অভিযানে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। তারই মধ্যে প্রচার মঞ্চ থেকে বিজেপি বনাম কংগ্রেসের জোর বাকযুদ্ধ শুরু হয়েছে। এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে নিশানা করে তোপ দাগলেন কংগ্রেস নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বুধবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইেয়ের মনোনয়নপত্র জমা দেওয়ার মিছিলে অংশ নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই প্রচার অভিযান থেকে জেপি নাড্ডা বলেন, “মোদীর আশীর্বাদ থেকে কর্ণাটক যেন বিচ্যুত না হয়। তাই সকলকে আবেদন করছি পদ্মে ভোট দিন। আর রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যান।”
প্রসঙ্গত উল্লেখ্য, কর্ণাটকের শিগ্গোনতে বাসবরাজ বোম্মাইয়ের প্রচারে চলেছিল এই রাজনৈতিক মিছিল। সেই সভাতে জেপি নাড্ডার ‘মোদীর আশীর্বাদ’ মন্তব্য উঠে আসে। তার প্রেক্ষিতে কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া পাল্টা টুইটে বিজেপিকে খোঁচা দেন। তিনি বলেন, “নরেন্দ্র মোদী কোনও ভগবান নন যে তিনি কাউকে আশীর্বাদ করবেন।” এরই সঙ্গে সিদ্দারামাইয়া লেখেন, “গণতান্ত্রিক পদ্ধতিতে একটি এলাকার মানুষ তার নেতাকে বেছে নেন, সেই জায়গায় এই জেপি নাড্ডার মন্তব্য, যে কর্ণাটকের মানুষকে মোদী আশীর্বাদ করবেন, এটার আমি তীব্র নিন্দা করি।” তিনি আরও কটাক্ষের সুরে জানান, “মনে হচ্ছে গণতন্ত্রের পাঠ দরকার তাঁর।” এখানেই থেমে থাকেননি কংগ্রেসের এই প্রবীণ নেতা। “সব রাজ্য সমান, সংবিধান অনুযায়ী সকলের সমানাধিকার রয়েছে। গণতন্ত্রে একনায়কতন্ত্রের কোনও জায়গা নেই”, বিজেপির বিরুদ্ধে গলা চড়িয়ে জানান সিদ্দারামাইয়া।