চলতি আইপিএল মরসুমটা একবারেই ভাল যাচ্ছে না দিল্লী ক্যাপিটালসের। প্রথম পাঁচটি ম্যাচেই হেরে গিয়েছে তারা। প্রতিযোগিতায় প্রথম জয়ের লক্ষ্যে বৃহস্পতিবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামবে দিল্লী। তার আগে বড় ধাক্কা খেল ডিসি শিবির। চোটের জন্য পুরো মরসুম থেকে ছিটকে গেলেন ফাস্ট বোলার কমলেশ নাগরকোটি। তরুণ পেসারকে ১ কোটি ১০ লাখ টাকা দিয়ে গত নিলামে কিনলেও একটি ম্যাচেও খেলায়নি দিল্লী। তাঁকে এই মরসুমে আর খেলাতেও পারবেন না রিকি পন্টিং, ডেভিড ওয়ার্নাররা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, নাগরকোটি অনুশীলনে চোট পেয়েছেন। তাঁর পিঠের পুরনো চোটের ব্যথা বেড়েছে। দলের চিকিৎসকরা জানিয়েছেন, এ বারের প্রতিযোগিতায় আর খেলতে পারবেন না তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, দেশের হয়ে না খেলা ক্রিকেটারদের মধ্যে নাগরকোটি ছিলেন আইপিএলের সব থেকে দামী ক্রিকেটার। প্রায়ই চোটে ভোগেন তিনি। চোটের জন্য ২০১৮ এবং ২০১৯ সালের আইপিএলেও খেলতে পারেননি তিনি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য নাগরকোটি এখনও পর্যন্ত আইপিএলের মোট ১২টি ম্যাচ খেলেছেন। তাঁর পরিবর্ত ক্রিকেটারের নাম এখনও ঘোষণা করেনি ফ্র্যাঞ্চাইজি।