শেষমেশ সত্যি হতে চলেছে আশঙ্কা। ইঙ্গিত মিলেছিল আগেই। চলতি বছরেই আমূল বদলে যেতে পারে ভারতীয় ব্যাঙ্কিং সেক্টরের ছবিটা। মোদী-জমানায় ফের বেসরকারিকরণের পথে হাঁটতে চলেছে দেশের একাধিক ব্যাঙ্ক। এর আগে সরকারি কর্মচারীদের বিরোধিতা সত্ত্বেও একাধিক ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। যা ঘিরে উঠেছিল বিতর্কের ঝড়। মোদী সরকার এর আগে ঠিক করেছিল, এসবিআই ছাড়া সমস্ত সরকারি ব্যাঙ্ক প্রাইভেট হাতে তুলে দেওয়া হবে। কিন্তু নীতি আয়োগ তালিকা প্রকাশ করে জানিয়েছে, দেশের ৬টি সরকারি ব্যাঙ্কের বেসরকারিকরণ করা হবে না। একনজরে দেখে নেওয়া যাক ব্যাঙ্কগুলি :
১. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
২. পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।
৩. ইউনিয়ন ব্যাঙ্ক।
৪. কানাড়া ব্যাঙ্ক।
৫. ব্যাঙ্ক অফ বরোদা।
৬. ইন্ডিয়ান ব্যাঙ্ক।
পাশাপাশি, সরকারি আধিকারিক সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত সরকারি ব্যাঙ্ক কনসোলিডেশনের অংশ ছিল সেগুলির প্রত্যেকটিকে বেসরকারিকরণের বাইরে রাখা হয়েছে। প্রসঙ্গত, ২০১৯ সালের অগস্টে ১০ টি ব্যাঙ্কের মধ্যে ৪টিকে সংযুক্তিকরণ করে মোদী সরকার। যার ফলে দেশে সরকারি ব্যাঙ্কের সংখ্যা ২৭ থেকে কমে ১২-তে চলে আসে। দেশের বহু সরকারি ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই মাথাব্যথা বাড়তে শুরু করেছে দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের। ব্যাঙ্কে জমানো টাকার তবে কি কোনও নিরাপত্তা নেই? প্রশ্ন উঠতে শুরু করেছে এমনই। মোদী সরকারের সমালোচনায় সরব হয়েছে একাধিক মহল।