আধাসেনাকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করতে চাওয়া নিয়ে অশান্তির সূত্রপাত। আর এরপরই সেনাপ্রধানের সঙ্গে তাঁর সেকেন্ড ইন কমান্ড আধা সামরিক বাহিনীর প্রধানের তুমুল দ্বন্দ্ব থেকে গৃহযুদ্ধ পরিস্থিতি। তারপর থেকে যত দিন যাচ্ছে ততই আরও তীব্র হচ্ছে সুদানের রক্তক্ষয়ী সংঘর্ষ। সংবাদসংস্থা সূত্রে খবর, এখনও পর্যন্ত ২৭০ জন এই যুদ্ধের বলি হয়েছেন। পাশাপাশি গুরুতর আহত ২৬০০ জন। অবস্থা এতটাই খারাপ যে হাসপাতালেও ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। এই যুদ্ধ পরিস্থিতিতেই সুদানে আটকে রয়েছেন ৪০০০ ভারতীয়। এমন ভয়ানক পরিস্থিতিতে ওই ৪০০০ ভারতীয়কে কী ভাবে সেখান থেকে বের করে আনা হবে, তা নিয়ে উদ্বিগ্ন ভারত সরকার।
প্রসঙ্গত, সুদানে ভারতীয় দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, ৪০০০ ভারতীয়ের অধিকাংশই চারটি শহরে বসবাস করেন। এই শহরগুলি হল ওমদুরমান, কাসালা, আল কাদারিফ এবং ওয়াদ মাদানি। এর মধ্যে খারতুম থেকে দু’টি শহরের দূরত্ব ৪০০ কিলোমিটারেরও বেশি। পাশাপাশি, একটি শহর রাজধানী থেকে ২০০ কিলোমিটার দূরে। বাকি একটি শহরের দূরত্ব খারতুম থেকে মাত্র ২৫ কিলোমিটার। সুদানে মাত্র দু’টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। একইসঙ্গে বিমান হামলার মধ্যে মানুষকে এয়ারলিফট করাও কঠিন। একমাত্র যুদ্ধবিরতি হলে এই কাজ করা সম্ভব। কিন্তু দুই বাহিনীর মধ্যে যুদ্ধ থামার নামই নিচ্ছে না।