রাজ্যবাসীর দোরগোড়ায় সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিতে একুশের বিধানসভা ভোটের আগে দুয়ারে সরকার প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১ এপ্রিল থেকে শুরু হয়েছে সেই দুয়ারে সরকার শিবিরের ষষ্ঠ সংস্করণ৷ এবার বুথে বুথে দুয়ারে সরকার করছে নবান্ন। ঠিক ছিল ২০ এপ্রিল পর্যন্ত চলবে এই শিবির। কিন্তু পরে রাজ্য সরকার ঠিক করে, পরিষেবা প্রদানের কাজটা আরও ১০ দিন বেশি করা হবে অর্থাৎ ৩০ এপ্রিল পর্যন্ত। সেই প্রেক্ষাপটে মঙ্গলবার সমস্ত জেলাশাসকের সঙ্গে বৈঠক করে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়ে দিয়েছেন, বিভিন্ন সামাজিক প্রকল্পে সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার ২০ এপ্রিলের মধ্যে হবে না।
ঠিক ছিল ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বার্ধক্যভাতা, বিধবা ভাতা-সহ সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা ঢুকবে। এখন ঠিক হয়েছে, ২৬ এপ্রিল নবান্ন সভাঘরে যে প্রশাসনিক বৈঠক ডাকা হয়েছে সেখান থেকেই রিমোট টিপে একদিনে সমস্ত প্রকল্পের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এর মধ্যে পুরনো তালিকায় নাম থাকা উপভোক্তারা তো টাকা পাবেনই। সেইসঙ্গে এই দফায় দুয়ারে সরকারে যাঁরা বিভিন্ন সামাজিক প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাঁরাও টাকা পাবেন। পঞ্চায়েত ভোট জুন-জুলাইয়ের আগে হওয়ার সম্ভাবনা কম। তাই তার আগে আর দুয়ারে সরকার হওয়ার সম্ভাবনা নেই বলেই এক লপ্তে উপভোক্তাদের টাকা পাঠানোর কর্মসূচিটি মুখ্যমন্ত্রী নিজেই করতে চাইছেন।
