রবিবার সরকারি উদ্যোগে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মহারাষ্ট্রের নভি মুম্বইতে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশদের উপস্থিতিতে খোলা আকাশের নীচে মঞ্চ বেঁধে চলা সেই ভূষণ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। ইতিমধ্যেই যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। এবার যেমন তিনমূর্তিকে নিশানা করে এক এআইএমআইএম সাংসদ ঘোষণা করলেন, অমিত শাহ, একনাথ শিণ্ডে ও দেবেন্দ্র ফডনবিশ যদি তিন ঘণ্টা রোদের মধ্যে বসে থাকেন, তাহলে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।
প্রসঙ্গত, শাহের উদ্যোগে মহারাষ্ট্র সরকারের তত্ত্বাবধানে সমাজকর্মী আপ্পাসাহেব ধর্মাধিকারীকে সম্মান জানাতে রবিবার ভূষণ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়ে। বেলা সাড়ে এগারোটা নাগাদ এই অনুষ্ঠান শুরু হওয়ার পরেই প্রচণ্ড গরমে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। অন্তত ২৪ জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই ঘটনার পরেই সরকারকে একহাত নিয়েছেন ঔরঙ্গাবাদের এআইএমআইএম সাংসদ ইমতিয়াজ জলিল। সরকারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা উচিত বলে দাবি করেছেন তিনি।
তিনি বলেন, ‘দুপুরে রোদের মধ্যে লক্ষাধিক মানুষকে অনুষ্ঠানে ডাকা হল। নেতারা ছায়ার তলায় বসলেও রোদের মধ্যেই ছিলেন অগণিত মানুষ। এহেন আচরণ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এমন খোলা মাঠের মধ্যে এই অনুষ্ঠান আগে কোনও দিন হয়নি।’ মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিণ্ডে। সেই পদক্ষেপকে কটাক্ষ করে জলিল বলেছেন, ‘এইভাবে মানুষের জীবনের মূল্য নির্ধারণ করা যায় কি? তাহলে আমি বলছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ তিনজন টানা তিন ঘণ্টা রোদের মধ্যে বসে থাকুন। আমি তাহলে ১০ লক্ষ টাকা পুরস্কার দেব।’