আবেদনপত্র জমা নেওয়ার কাজ শেষ হয়েছে ১০ এপ্রিল। শুরু হয়েছে পরিষেবা দেওয়ার কাজ। সেখানেই বাজিমাত করল নবান্ন। ‘দুয়ারে সরকার’-এর চার প্রকল্পে সাতদিনেই পরিষেবা দিয়ে ফেলল প্রায় একশো শতাংশ।
মঙ্গলবার নবান্ন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, শীর্ষে রয়েছে ‘ঐক্যশ্রী’। এই প্রকল্পে ২,৫৯,৩৯৫টি আবেদন জমা পড়েছে। সবগুলিই অর্থাৎ ১০০ শতাংশ আবেদনই অনুমোদিত। সাফল্যের নিরিখে এরপরেই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা ও কন্যাশ্রী প্রকল্প। দু’টি ক্ষেত্রেই সাফল্যের হার ৯৯ শতাংশ। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় জমা পড়েছিল ১৬,৪৫,৬৮৭টি আবেদন। ১৬,৩১,১০৯টি অনুমোদিত হয়েছে। কন্যাশ্রী-তে ১,৫৯, ২৬৪ জন আবেদনকারীর মধ্যে ১,৫৮,৩০৬ জন প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছেন। স্বাস্থ্যসাথী প্রকল্পে ৪,৫২,০৭১টি আবেদনের মধ্যে অনুমোদিত হয়েছে ৪,৩১,৩৩১টি। অর্থাৎ আবেদনকারীদের ৯৫ শতাংশই অন্তর্ভুক্ত হয়েছেন। পিছিয়ে থেকেও ৯০ শতাংশ আবেদনই অনুমোদন করেছে লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পে আবেদন জমা পড়েছিল ১১,০৩,৫৮০। ৯,৯৪,১০৯টি আবেদনই গ্রাহ্য হয়েছে। অনুমোদনের কাজ আরও দ্রুততার সঙ্গে করার নির্দেশ দিয়েছে নবান্ন।
দুয়ারে সরকারের মাধ্যমে ৩৩টি প্রকল্পের পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই পরিষেবা দেওয়ার কাজ শেষ। নবান্ন সূত্রে খবর, শতাংশের বিচারে এখনও পর্যন্ত সবচেয়ে ভাল পরিষেবা প্রদান করেছে পূর্ব মেদিনীপুর (৯৩)। দক্ষিণ ২৪ পরগনা ৯২ শতাংশ, নদিয়া ৯১ শতাংশ, মুর্শিদাবাদ ৯০ শতাংশ, উত্তর ২৪ পরগনা ৮৫ শতাংশ। পরিষেবা প্রদানের প্রথম সাতদিনে প্রায় ৫০,৫১৯টি ক্যাম্প চালু হয়েছে। ১৭ এপ্রিল চালু হয়েছে ১২,৩৫৫টি। পরিষেবা প্রদানের প্রথম সাতদিনে ৪,৬১,১২৯ জন মানুষ এসেছে ক্যাম্পে। বুধবারই এসেছেন ১,৩৫,২৯৩ জন। দুয়ারে সরকার চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।