সুদানে চলছে গৃহযুদ্ধ। সেনা ও আধাসামরিক বাহিনীর মধ্যে চলছে ক্ষমতা দখলের লড়াই। দিনভর গুলি, বোমাবাজি চলছে। এই সংঘর্ষে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষও। এখনও অবধি কমপক্ষে ২০০-রও বেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন ভারতীয় নাগরিকও রয়েছেন।
কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বর্তমানে উত্তপ্ত সুদানে শতাধিক ভারতীয় আটকে রয়েছেন। এবার সেই আটকে থাকা ভারতীয়দের নিয়ে শুরু হল শাসক-বিরোধী দ্বন্দ্ব। সুদানে আটকে থাকা ভারতীয়দের মধ্যে কর্নাটকের হাক্কি পাক্কি জনজাতির ৩১ জন রয়েছেন বলেই দাবি। তাঁদের নিয়েই টুইট করলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। তিনি অভিযোগ করেন, সুদানের মাটিতে আটকে থাকা কর্নাটকের বাসিন্দারা চরম খাদ্যকষ্টে রয়েছেন। তাঁদের ফেরানোর জন্য কোনও ব্যবস্থাই করছে না কেন্দ্রীয় সরকার।
কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া মঙ্গলবার টুইট করেন, ‘সুদানে হাক্কি-পাক্কিরা বিগত কয়েকদিন ধরে খাবার-পানীয় ছাড়া কোনওমতে বেঁচে রয়েছেন এবং সরকারের তরফে তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য এখনও কোনও পদক্ষেপ করা হয়নি’। এই টুইটের কিছুক্ষণ পরই পাল্টা টুইট করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি লেখেন, ‘সুদানে আটকে থাকা ভারতীয়দের পরিস্থিতি নিয়ে রাজনীতিকরণের চেষ্টা করে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিলেন আপনি। বিদেশে বসবাসকারী ভারতীয়দের জীবন সঙ্কটে ফেলা কোনও নির্বাচনী লক্ষ্য পূরণকে নায্যতা দেয় না। বহু মানুষের জীবন সঙ্কটে রয়েছে, এটা নিয়ে রাজনীতি করবেন না’।