এর আগে ভারত জোড়ো যাত্রার শেষে কাশ্মীরে ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল তাঁকে। সেসময় তুষারপাতেত মধ্যে বোন প্রিয়াঙ্কার সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছিলেন তিনি। আর এবার ফের অন্য মুডে দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে৷ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে থেকে নিজেকে সরিয়ে রেখে মঙ্গলবার হালকা মুডে দিল্লীর মতিয়া মহল ও পুরনো দিল্লীর বাঙালি মার্কেটে ফুচকা আর চাটের স্বাদ নিলেন তিনি।
প্রসঙ্গত, কর্ণাটকের বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ প্রচার সারার পর সদ্যই দিল্লী ফিরেছেন রাহুল৷ রমজান মাসের মধ্যে সেই অবসরেই তিনি হাজির হয়েছিলেন চাঁদনি চক এলাকায়৷ তাঁর পরণে ছিল একটি ব্লু-টিশার্ট৷ নিরাপত্তা রক্ষী দ্বারা আবৃত হয়ে মতিয়া মহলের বিখ্যাত শরবত বিক্রেতার দোকানেও গতকাল হাজির হয়েছিলেন রাহুল৷ এছাড়া তিনি মার্কেটের বেশ কিছু স্ট্রিট ফুডের দোকানেও ঢুঁ মারেন৷ এর পর তিনি বেশ কিছু ফলও খান৷ তার পর সটান চলে যান বাঙালি মার্কেটের নাথু সুইটসে৷ সেখানে ফুচকার স্বাদ গ্রহণ করেন৷
