জামিনে মুক্ত হয়ে অত্যাচারিতদের বাড়িতে অগ্নিসংযোগ করলেন ধর্ষণে অভিযুক্তরা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে যোগী-রাজ্যে। ধর্ষিতার শিশু-পুত্র ও কন্যা দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। মঙ্গলবার একদল পুরুষ দলিত মহিলায় বাড়িতে ঢুকে আগুন ধরিয়ে দেয়। সেই আগুন থেকে রক্ষা পায়নি শিশুরা।
এক বছর আগে দলিত মহিলা ধর্ষণের শিকার হয়েছিলেন। যাঁরা এদিন আগুন লাগান তাঁর বাড়িতে তাদের মধ্যে ছিলেন দুজন অভিযুক্ত। গত বছর ১১ বছরের বালিকার উপর যৌন নিপীড়নের পরে গর্ভধারণের ফলে জন্ম হয় শিশু-পুত্রের। তার বয়স ৬ বছর। সেই শিশু আর নির্যাতিতার দু-মাসের বোন অগ্নিসংযোগের ফলে দগ্ধ হয়।
সোমবার সন্ধ্যায় অন্য পাঁচজনের সঙ্গে খড়ের ছাউনির ঘরে ঘুমোচ্ছিল তারা। তখন অভিযুক্তরা ঘরে ঢুকে নির্যাতিতার পরিবারকে মামলা থেকে সরে আসতে বলে। কিন্তু তারা মামলা থেকে সরে আসতে অস্বীকার করেছিল। অভিযুক্তরা তার মাকে বেধড়ক মারধর করে। তারপরই এই অগ্নিসংযোগের ঘটনা।
চিফ মেডিক্যাল সুপারিনটেনডেন্ট সুশীল শ্রীবাস্তব জানিয়েছেন, এই ঘটনায় ধর্ষিতার শিশু-পুত্র ৩৫ শতাংশ পুড়ে গিয়েছে। আর তার দু-মাসের বোন ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে৷ তাদের অবস্থার অবনতি হওয়ায় উভয় শিশুকেই উন্নততর চিকিৎসার জন্য কানপুরে পাঠানো হয়েছে বলে তিনি জানান।