ঘরের মাঠে প্রত্যাবর্তনের স্বপ্ন অধরাই থেকে গেল চেলসির। মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে তাদের ২-০ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠেও ২-০ জিতেছিলেন বেঞ্জেমারা। দুই পর্ব মিলিয়ে মোট ৪-০ ব্যবধানে জিতল রিয়াল। অন্য ম্যাচে, নাপোলি এবং এসি মিলানের খেলা ১-১ ড্র হল। আগের ম্যাচে নাপোলিকে ১-০ হারানোয় দুই পর্ব মিলিয়ে ২-১ জিতে সেমিফাইনালে টিকিট পাকা করে ফেলল এসি মিলানও।
এদিন শুরুটা খারাপ করেনি চেলসি। কিন্তু প্রথমার্ধে গোল করার দু’টি সুবর্ণ সুযোগ নষ্ট করে তারা। ১২ গজ দূর থেকে কান্টের নেওয়া শট বাইরে যায়। পরে মার্ক কুকুরেয়ার একটি শট বাঁচিয়ে দেন রিয়াল গোলকিপার থিবো কুর্তোয়া। প্রথম পর্বে যে দল খেলেছিল, সেই দলই নামিয়েছিলেন রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি। দ্বিতীয়ার্ধে রিয়াল কোনও ভুল করেনি। ৫৮ মিনিটে গোল করেন রদ্রিগো। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে আরও একটি গোল করে চেলসির আশায় জল ঢেলে দেন তিনি। অন্য দিকে, অলিভিয়ের জিরুর গোলে নাপোলির বিরুদ্ধে এগিয়ে যায় এসি মিলান। জিরু প্রথমার্ধে একটি পেনাল্টি মিস করেন। কিন্তু বিরতির সামান্য আগে রাফায়েল লিয়াওয়ের অসাধারণ পাস থেকে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে পেনাল্টি মিস করেন নাপোলির তরুণ ফুটবলার কোয়ারাৎস্কেলিয়া। এরপর অতিরিক্ত সময়ে সমতা ফেরায় নাপোলি। গোল করেন ভিক্টর ওসিমহেন। তবে তাতে আর লাভ হয়নি। সেমিফাইনালে বেনফিকা ও ইন্টার মিলান ম্যাচের বিজয়ীর সঙ্গে খেলবে এসি মিলান।
