আবহাওয়া পরিবর্তন হতেই দেশজুড়ে বাড়তে শুরু করেছে জ্বর-সর্দিকাশি-শ্বাসকষ্টজনিত সমস্যা। আর এরই মধ্যে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। যার ফলস্বরূপ ভারতে ক্রমশই বৃদ্ধি পেতে শুরু করেছে সংক্রমণ। যদিও এবার অনেকটাই কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। ৯ হাজার থেকে একলাফে ৭ হাজারের ঘরে নেমে এসেছে তা।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৩৩ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি হয়েছেন ১১ জন। এদিকে দৈনিক সংক্রমণ কমলেও বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ২৩৩। এদিকে গতকাল করোনা আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি টুইট করে জানান, ‘আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। আমার সঙ্গে যাঁরা গত কয়েকদিনে সংস্পর্শে এসেছেন তাঁদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। পাশাপাশি কাছের স্বাস্থ্যকেন্দ্র থেকে একবার কোভিড টেস্ট করিয়ে নেওয়ার আবেদন জানাচ্ছি।’