ওয়ার্ড অফিসে ঢুকে তৃণমূল মহিলা কাউন্সিলর সহ বেশ কয়েকজনকে মারধর। মহিলা কাউন্সিলরের জামা ছিঁড়ে সম্মানহানি করার চেষ্টা সহ হুমকির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় অভিযোগের আঙুল উঠছে বিজেপির দিকে।
নদীয়ার কল্যানী পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড অফিসের ঘটনা। অভিযোগ সোমবার রাতে কল্যাণী পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাসন্তী দাস ওয়ার্ড অফিসে বসে কাজ করছিলেন। সেই সময় আরও বেশ কয়েকজন ওয়ার্ডে মহিলা সহ একজন মহিলা পৌর কর্মী ছিলেন। হঠাৎ করে কয়েকজন যুবক ওয়ার্ড অফিসে ঢুকে মোবাইল ফোনের ছবি তুলতে আরম্ভ করে মহিলাদের।
কাউন্সিলের অভিযোগ প্রতিবাদ করতেই ওই যুবকরা তাঁর এবং ওয়ার্ড অফিসে থাকা পুরো কর্মী ও অন্যান্য মহিলাদের উপর চড়াও হয়। মারধর করা হয় কাউন্সিলরকে। এমনকি চুলের মুঠি ধরে মারার অভিযোগও ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
এই ঘটনার প্রতিবাদ করলে ওয়ার্ড অফিসে থাকা একজন পৌর কর্মী সহ বেশ কয়েকজন মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। জামাকাপড় ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকি কাউন্সিলরকে অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় তারা হুমওকি দিয়ে যায় বলে জানা গিয়েছে।