আচমকাই অসুস্থ হয়ে পড়লেন চলচ্চিত্রপরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। সোমবার সামান্য অস্বস্তি বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। করা হয়েছে রুটিন মেডিক্যাল চেক আপ। এমনিতে সার্বিক ভাবে তাঁর রিপোর্ট ঠিক থাকলেও হাসপাতাল সূত্রে জানিয়েছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই হয়েছে রাজের। ডাক্তাররা তাঁর আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন। যদি সব রিপোর্ট ঠিক থাকে, তাহলে মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া হবে রাজকে।
উল্লেখ্য, টলিউডের অন্যতম ব্যস্ত পরিচালক রাজ। তাঁর প্রথম ওয়েব সিরিজ মুক্তির অপেক্ষায়। কিছু দিন আগে ‘আবার প্রলয়’-এর কাজ শেষ করেছেন তিনি। এছাড়া রাজের রাজনৈতিক ব্যস্ততাও চরমে। তাঁর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজে সাম্প্রতিক অভিনয় সকলের মন জয় করে নিয়েছে। এছাড়া ডান্স বাংলা ডান্স-এর দ্বাদশ মরশুমে বিচারকের আসনেও রয়েছেন শুভশ্রী। রাজের অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন তাঁর অনুরাগীকুল।
