যোগীর আমলে যেন অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ! সেখানে আতিক আহমেদ ও তাঁর ভাই আশরাফকে প্রকাশ্যে গুলি করে হত্যার দু’দিনের মধ্যেই ফের একবার ঘটে গেল শুটআউটের মত সাংঘাতিক ঘটনা। এবার ভিড় রাস্তায় থানা থেকে মাত্র দুশো মিটার দূরত্বে গুলি করে মারা হল এক কলেজ ছাত্রীকে। খুনের পরেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। তরুণীর রক্তাক্ত ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় উত্তরপ্রদেশের বিরোধী দলগুলির পাশপাশি রাজ্যের আইনশৃঙ্খলা ও নারীসুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরাও।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি জালাউন জেলার। নিহত তরুণী রোশনি আহিরওয়ার (২১) বিএ পড়ুয়া। রাম লখন প্যাটেল মহাবিদ্যালয়ে ছাত্রী। এদিন পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় মোটরবাইকে চেপে আসে দুই দুষ্কৃতী। তারা তরুণীর পথ আটকায়। কিছু বোঝার আগেই মাথায় দেশি পিস্তল ঠেকিয়ে গুলি করে। নিমেষে মাটিতে লুটিয়ে পড়েন তরুণী। ঘটনাস্থলে ঘাতক অস্ত্র ফেলেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। উপস্থিত জনতা আততায়ীদের ধরার চেষ্টা করেও ব্যর্থ হয়। প্রকাশ্য দিবালোকে থানা থেকে মাত্র দুশো মিটার দূরেই এই ঘটনাটি ঘটে।
তরুণীর পরিবার রাজ আহিরওয়ার নামে এক যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। ইতিমধ্যে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। তাকে জেরা করে অন্য দুষ্কৃতীর খোঁজ করছে পুলিশ। এদিকে রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত তরুণীর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই যোগী সরকারের সমালোচনায় মুখর হয়েছে বিরোধী দিলগুলি। সরব নেটিজেনরাও। আতিক আহমেদ হত্যার দু’দিনের মাথায় ফের শুট আউটে স্বাভাবিক ভাবেই যোগী রাজ্যের আইনশৃঙ্খলা ও নারীসুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।