তৈরি হতে চলেছেন কিংবদন্তি মুথাইয়া মুরলীধরনের জীবনচিত্র। সোমবার নিজের জন্মদিনেই তাঁর বায়োপিকের ঘোষণা করলেন মুরলী। একটি ছবির পোস্টার পোস্ট করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে অভিনেতা মধুর মিত্তলকে। তিনিই মুরলীধরনের চরিত্রে অভিনয় করবেন। এর আগে বিজয় সেতুপতি প্রধান চরিত্রে অভিনয় করবেন বলে জানা গিয়েছিল। কিন্তু তিনি সরে আসেন। এই ছবিটির প্রযোজক সোনি। তারা ছবির পোস্টার পোস্ট করে লেখে, “মুথাইয়া মুরলীধরনের অজানা কথা।” ‘স্লামডগ মিলিয়নায়ার’ ছবিটিতে সেলিম মালিক চরিত্রটি করেছিলেন মধুর। এ ছাড়াও ‘কসৌটি জিন্দেগি কি’র মতো বেশ কিছু ধারাবাহিকে দেখা গিয়েছিল মধুরকে।
উল্লেখ্য, এই ছবিটির নাম দেওয়া হয়েছে ‘৮০০’। টেস্টে এই সংখ্যক উইকেট রয়েছে মুরলীর। এ ছাড়াও ৩৫০টি এক দিনের ম্যাচে ৫৩৪টি উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার হয়ে ১২টি টি-টোয়েন্টিও খেলেছেন মুরলী। সেখানে রয়েছে ১৩টি উইকেট। ১৯৯২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। শ্রীলঙ্কার জার্সিতে ২০১১ সালে শেষ বার খেলেন তিনি। সেটা ছিল বিশ্বকাপের ফাইনাল। ভারতের বিরুদ্ধে সেই ম্যাচে হেরে যায় শ্রীলঙ্কা। এর পর আইপিএলে খেলা চালিয়ে গেলেও আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলেননি মুরলী। আইপিএলে তিনি শেষ বার খেলেন ২০১৪ সালে। প্রযোজক সংস্থা জানিয়েছে, ছবিটিতে ক্রিকেট ছাড়াও উঠে আসবে মুরলীর জীবনের আরও নানান কাহিনী।
