গতকাল হঠাতই উধাও হয়ে গিয়েছিলেন মুকুল রায়। আর তারপরই বাবাকে অপহরণ করা হয়েছে বলে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেছিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। তার ভিত্তিতেই মঙ্গলবার বিজেপি নেতা পীযূষ কানোরিয়াকে ডেকে জেরা করছে এয়ারপোর্ট থানার পুলিশ। গেরুয়া শিবিরে থাকার সময়ে পীযূষ ছিলেন মুকুলের ঘনিষ্ঠ। সেই তাঁকেই এদিন থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মুকুল-পুত্র শুভ্রাংশু জানিয়েছিলেন, তাঁর বাবার হাতে প্লেনের টিকিট কাটার টাকা ছিল না। একটি এজেন্সির মাধ্যমে এক অবাঙালি ব্যক্তি সেই টাকা দেন বলে দাবি করেন শুভ্রাংশু। সেই ব্যক্তিই পীযূষ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মুকুল রায় যে দিল্লী গিয়েছেন তা সোমবার রাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল। জানা গিয়েছে মুকুলের গাড়ির চালক রাজু মণ্ডল ও তাঁকে যিনি দেখাশোনা করেন সেই ভগীরথ মাহাত মুকুলবাবুকে দিল্লি নিয়ে গিয়েছেন। শুভ্রাংশুর বক্তব্য, একজন মানসিক অসুস্থ মানুষকে নিয়ে রাজনৈতিক স্বার্থে টানাহেঁচড়া করা হচ্ছে।
