গতকাল আচমকা নিখোঁজ হয়ে গিয়েছেন মুকুল রাজ। এ নিয়ে বিমানবন্দর থানায় নিখোঁজ ডায়েরি করেছেন উদ্বিগ্ন ছেলে শুভ্রাংশু রায়। তবে তাতে গুরুতর অভিযোগ করেছেন তিনি। শুভ্রাংশু জানিয়েছেন, সল্টলেকের বাড়ি থেকে তাঁর বাবাকে নিয়ে যান অজ্ঞাপরিচয় দুই ব্যক্তি। অসুস্থ বাবা তাঁদের সঙ্গে চলেও যান। আর তারপর থেকেই আর খোঁজ মিলছে না মুকুল রায়ের। এ নিয়ে শোরগোলের মধ্যেই দিল্লী বিমানবন্দরে দেখা মিলেছে মুকুলের। সে বিষয়ে অবশ্য শুভ্রাংশু আর কিছু বলেননি।
কৃষ্ণনগর উত্তরের বিধায়ক সত্তরোর্ধ্ব মুকুল রায় অনেকদিন ধরেই অসুস্থ। এখানে তাঁর বিশেষ চিকিৎসা চলছে। তার জন্য মাঝেমধ্যে হাসপাতালে ভরতি হতে হয় তাঁকে। তাই বিধায়ক হিসেবেও সেভাবে সক্রিয় হতে দেখা যায় না তাঁকে। ইদানিং সল্টলেকের বাড়িতে থাকতেন মুকুল। সোমবারও ছেলের সঙ্গে সেখানেই ছিলেন। সেখান থেকেই আচমকা উধাও হয়ে যান বলে নিখোঁজ ডায়রিতে জানিয়েছেন ছেলে শুভ্রাংশু।
তিনি আরও জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি এসে তাঁর বাবাকে নিয়ে গিয়েছে। শেষবার দমদম বিমানবন্দরে দেখা গিয়েছিল বাবাকে। তারপর আর কোনও খোঁজ মেলেনি। এরই মধ্যে মুকুল রায়ের নামে দিল্লীগামী একটি বিমান টিকিটের ছবি ভাইরাল হয়। তা নিয়ে জল্পনার মাঝে সোমবার রাতেই বিধায়ককে দিল্লী বিমানবন্দরে দেখা গিয়েছে। কিন্তু কেন তিনি এভাবে আচমকা দিল্লী গেলেন, তা নিয়ে শুরু হয় জল্পনা।