তীব্র গরমে নাজেহাল বাংলাবাসী। রাজ্যজুড়ে বইছে তাপপ্রবাহ। তবে শীঘ্রই এই আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ১৯ তারিখ উত্তরবঙ্গের দার্জিলিঙে বৃষ্টি হতে পারে। এরপর আগামী দু’দিনে উত্তরবঙ্গের আরও জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গেরও একাধিক জেলায় বৃষ্টি হতে পারে ২০ এবং ২১শে এপ্রিল। মূলত পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। সঙ্গে বজ্রবিদ্যুৎ চমকাতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৯শে এপ্রিল শুধুমাত্র দার্জিলিঙে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এরপর ২০ এপ্রিল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এরপর ২১ এবং ২২ এপ্রিল উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলার সবকটিতেই (দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি, ২০শে এপ্রিল দক্ষিণবঙ্গের দুই জেলায় বৃষ্টি হতে পারে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে সেদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এদিকে ২১ এবং ২২শে এপ্রিল বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ৪টি জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি সেদিন ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। এদিকে হাওয়া অফিসের তরফে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে আগামী ৪ দিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার, ২০শে এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। বেলা গড়াতেই লু বইবে এই জেলাগুলিতে। এহেন পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে এই জেলাগুলিতে। তবে আপাতত কলকাতায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেই জানিয়েছেন আবহবিদরা।
