অবশেষে সমস্ত জল্পনা উড়িয়ে দিলেন এনসিপি নেতা অজিত পাওয়ার। শোনা যাচ্ছিল, তাঁর নেতৃত্বে ৩০ জন বিরোধী বিধায়ক নাকি বিজেপিতে যোগদান করতে চলেছেন! এবার সেই গুঞ্জনকে ভিত্তিহীন বলেই দাবি করলেন অজিত। এক বার্তায় তিনি জানিয়েছেন, এই জল্পনার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। এমনকী কোনও বিধায়কের স্বাক্ষর পর্যন্ত নেননি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন অজিত। পাশাপাশি, অজিতের দলবদল ও এনসিপিতে ভাঙনের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ারও। শরদ পাওয়ার বলেন, এনসিপি বিধায়করা বিজেপিতে যোগ দেবেন না। নিছকই জল্পনা শুরু হয়েছে। এসব সংবাদমাধ্যমের রটনা।
পাশাপাশি শরদ আশ্বস্ত করেছেন উদ্ধব ঠাকরে শিবিরকেও। তিনি জানিয়েছেন, এসব স্রেফ মিডিয়ার কল্পনা। ঐক্যবদ্ধ রয়েছে তাঁর দল। উল্লেখ্য, এর আগে মহারাষ্ট্রে উদ্ধব-শিন্ডে দ্বৈরথ ও সরকার পড়ে যাওয়া নিয়ে জাতীয় রাজনীতিতে প্রবল ঝড় উঠেছিল। বিজেপির বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ তোলে বিরোধীরা। সম্প্রতি অজিত পাওয়ার তাঁর সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গা থেকে এনসিপির নাম ও লোগো সরিয়ে দেন। তারপরই একাধিক জল্পনা ঘনীভূত নয়।
