২০২১-এর বাংলা বিধানসভা নির্বাচনের আগে বারবার ‘ডবল সেঞ্চুরি’ অর্থাৎ ২০০ আসন জয়ের ডাক দিয়েছিলেন মোদী-শাহরা। কিন্তু বাস্তবে তা হয়নি একেবারেই। হয়েছিল ভরাডুবি। ৭৭-এ থেমে ছিল গিয়েছিল বিজেপি। আগামী বছরই লোকসভা নির্বাচন। সেই উপলক্ষ্যে গত জানুয়ারিতে বাংলা থেকে ২৫টি আসন জয়ের টার্গেট স্থির করেছিল গেরুয়া শিবির। কিন্তু তিন মাসের মধ্যেই রাজ্যে বিজেপির লোকসভা আসন জয়ের লক্ষ্যমাত্রা ১০টি বাড়িয়ে ৩৫ বেঁধে দিলেন অমিত শাহ। অপর দিকে, বাংলায় বিজেপি দুর্বল আসন হিসেবে ২৪টি লোকসভা কেন্দ্রকে চিহ্নিত করেছে। ফলত মাথাব্যথা বেড়েছে বঙ্গ বিজেপির। দিল্লির নেতারা রাজ্যের নেতাদের সঙ্গে এই টার্গেট নিয়ে বৈঠকে বসবেন বলেও জানিয়েছে সূত্র।
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে দিল্লীতে বিজেপির জাতীয় পদাধিকারীদের বৈঠক হয়েছিল। বৈঠক শেষে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছিলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি নাকি কমবেশি ২৫টি আসন পাবে। বঙ্গ বিজেপিকে তেমনই টার্গেট বেঁধে দিয়েছিল দিল্লীর নেতৃত্ব। কিন্তু গত ১৪ই এপ্রিল বাংলায় এসে লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির জন্য ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যার ফলে চরম বিপাকে পড়েছে রাজ্য বিজেপি। নয়া টার্গেট শুনে দিশেহারা বঙ্গ-গেরুয়া নেতারা। ইতিমধ্যেই রাজ্যে সংগঠনের বেহাল অবস্থা প্রকাশ্যে এসেছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সব আসনে প্রার্থী দেওয়া নিয়েই সংশয়ে রয়েছে রাজ্য বিজেপি। ৩৫ আসনের টার্গেট কি শুধুই অলীক কল্পনা? দলের অন্দরে প্রশ্ন উঠছে এমনটাই।
