কলেজ ফেস্ট ঘিরে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শব্দ দৈত্যের তাণ্ডব চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। আর তাতেই বিরক্ত হয়ে এবার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন কবি-পরিচালক শ্রীজাত। আর তাঁর সেই ফেসবুক পোস্ট নিয়ে শোরগোল পড়ে গেল শিক্ষার্থী মহলে।
প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অনুষ্ঠানকে ভর্ৎসনা করে শুক্রবার মধ্যরাতে একটি বিস্ফোরক পোস্ট করেন কবি-পরিচালক। তিনি লেখেন, ‘মাঝরাত পার হয়ে গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উৎসবের শব্দে বাড়িতে কান পাতা যাচ্ছে না। টানা এক সপ্তাহ সকাল ১১টা থেকে রাত ১২টা এই অসহ শব্দতাণ্ডব চলছে, তাদের ওপেন এয়ার থিয়েটারে। বছরে বেশ কয়েকবার হয় এমন। শব্দের সীমাহীন প্রক্ষেপণে জানলা দরজা কাঁপছে, কান-মাথা ব্যথা করছে। আমার লেখালেখি সাতদিন হলো শিকেয়, দূর্বা কাজ থেকে ফিরে বিশ্রাম নেওয়ার বদলে কষ্ট পাচ্ছে।’
এরপরেই তাঁর সংযোজন, ‘আমাদের কাজকর্মের কথা ছেড়ে দিলাম, বাড়িতে বয়স্ক, অসুস্থ মা আছেন। নিজের ঘরে শান্তিতে থাকতে পারছেন না। জানি না এর কোনও প্রতিকার আছে কিনা, তবু আমি, আমরা প্রতিবাদ জানালাম। ভবিষ্যতে অন্য কোনও পদক্ষেপ করতে বাধ্য হব। উৎসব যদি অন্যের অশান্তির কারণ হয় এবং লাগাতার হয়েই চলে, তবে তা স্রেফ অসভ্যতা ও অন্যায়।’ পোস্টে স্ত্রী দূর্বাকে ট্যাগ করেছেন শ্রীজাত। ইতিমধ্যেই তাঁর পোস্টের কমেন্ট বক্স ভরে গিয়েছে নেটিজেনদের মন্তব্যে। কেউ কেউ তাঁকে পুলিশের ওপর মহলে জানানোর পরামর্শও দিয়েছেন।