এবার আলিপুরদুয়ারের জনসভা থেকে ফের কেন্দ্রের মোদী সরকার তথা বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি বলেন, ‘এরা শুধুমাত্র তৃণমূলের শত্রু নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের শত্রু নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শত্রু নয়। এরা বাংলার শত্রু, আলিপুরদুয়ারের শত্রু, আপনার শত্রু, কৃষকের শত্রু, শ্রমিকের শত্রু, ছাত্রর শত্রু, যুবর শত্রু— সবার শত্রু। গায়ের জোরে টাকা আটকে রেখেছে।’
দেশে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলেও কেন্দ্রকে খোঁচা দেব অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, ‘ওরা বলেছিল না আচ্ছে দিন আনেওয়ালে হ্যায়? সরষের তেলের দাম দু’শো টাকা। আপনি যদি বাজারে গিয়ে বলেন, জয় শ্রীরাম, সরষের তেলটা ফ্রিতে পান? বিজেপি জিন্দাবাদ বলে পান? খুব তো জয় শ্রীরামের নামে ভোট চেয়েছিল!’ তাঁর আরও দাবি, বিজেপি ‘হিন্দু খতরে মে’ বলে ভোট চেয়েছে। তিনি প্রশ্ন করেছেন, ‘কী করেছে ওরা হিন্দু ধর্মের জন্য?’ তাঁর আরজি, ‘আর কোনও দিন জাতি, ধর্ম আর ভাঁওতাবাজির কথা শুনে এদের ভোট দেবেন না।’