আবহাওয়া পরিবর্তন হতেই দেশজুড়ে বাড়তে শুরু করেছে জ্বর-সর্দিকাশি-শ্বাসকষ্টজনিত সমস্যা। আর এরই মধ্যে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। যার ফলস্বরূপ ভারতে আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে মারণ ভাইরাসের সংক্রমণ।
গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পেল। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১৫৫ জন। এক দিনে ভাইরাসে মৃত্যু হয়েছে ১১ জনের। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩১ হাজার ১৯৪। দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৯৫৪ জনের। করোনার নতুন প্রজাতি এক্সবিবি.১.১৬-এর কারণেই এই সংক্রমণ বৃদ্ধি বলে মনে করা হচ্ছে।