শাহরুখ খান বা সলমান খান বা বিরাট-অশ্বিনেরা যখন বিপুল ব্যয়ে কোনও প্রপার্টি কেনেন, তা বাড়ি হোক বা গাড়ি, সেটা অবধারিত ভাবে বড় খবর হয়ে যায়। দেশ জুড়ে তা নিয়ে চর্চা হয়। কিন্তু সম্প্রতি বহুমূল্যের এক বাংলো কেনার তেমনই এক ঘটনা ঘটেছে, যা নিয়ে তুলনায় একটু যেন কম আলোচনা-চর্চা হয়েছে। সেটা হল দিল্লির অত্যন্ত বিলাসবহুল জায়গায় ১৬০ কোটি টাকার এক বাংলো কেনা। কিনেছেন কোনও ফিল্মতারকা বা ক্রিকেটার নন। কিনেছেন বসুধা রোহতগি। প্রাক্তন অ্যাটর্নি জেনারেলের স্ত্রী তিনি। প্রাক্তন এই অ্যাটর্নি জেনারেল, যাঁকে সকলেই চেনেন, হলেন মুকুল রোহতগি। যিনি আবার নরেন্দ্র মোদীর অতি পছন্দের এক আইনজীবী হিসেবেই দেশ জুড়ে পরিচিত!
সাংঘাতিক দামি এই বাংলোটি কেনা হয়েছে দিল্লিতে। দিল্লির গলফ লিংকস অঞ্চলে। বাংলোটির প্লট এরিয়া হল ১,৮৬৯.৭ বর্গ মিটার। বাংলোটি কিনতে গিয়ে রোহতগি ফ্যামিলিকে শুধু স্ট্যাম্প ডিউটিই কত দিতে হয়েছে শুনলে অনেকে হয়তো মাথা ঘুরে পড়ে যাবেন- ৬ কোটি ৪০ লক্ষ টাকা! মোটামুটি ধনীরা যে-দামে বাংলো বা অ্যাপার্টমেন্ট কিনে ফেলেন! ২৪ ফেব্রুয়ারির মধ্যেই এই পর্বটি অবশ্য সাঙ্গ হয়ে গিয়েছিল।
দিল্লির ওই অঞ্চলেই থাকেন পূ্র্বতন সলিসিটর জেনারেল গোপাল সুব্রহ্মণ্যম। দিল্লির ওই বহু-ঈপ্সিত এলাকায় তাঁরও একটি অতি বিলাসবহুল বাড়ি আছে। এবার পূ্র্বতন সলিসিটর জেনারেল গোপাল সুব্রহ্মণ্যমের প্রতিবেশী হতে চলেছেন রোহতগি পরিবার। গোপাল সুব্রহ্মণ্যমও অবশ্য খুব বেশি দিন আসেননি এখানে। সবে মাত্র গত বছরে। তিনি কিনেছিলেন বসুধা রোহতগির চেয়ে অনেকটাই কম দামে। ৮৫ কোটি টাকায়।