রাজ্যবাসীর দোরগোড়ায় সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিতে একুশের বিধানসভা ভোটের আগে দুয়ারে সরকার প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা ইতিমধ্যেই সুপার ডুপার হিট। একুশের নির্বাচনে ভোটবাক্সে এর সুফলও পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। এবার জেলায় জেলায় শুরু হয়েছে দুয়ারে সরকার শিবিরের ষষ্ঠ সংস্করণ৷ আর সেখানেই নতুন সংযোজিত মেধাশ্রী প্রকল্প। পিছিয়ে পড়া শ্রেণি বা ওবিসি জাতির পড়ুয়াদের জন্যই এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার।
প্রসঙ্গত, মেধাশ্রী স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের অন্তর্গত একটি প্রকল্প। যার মূল উদ্দেশ্য হল, ওবিসি সম্প্রদায়ের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের উৎসাহ দেওয়া। এতে পড়ুয়াদের আর্থিক সাহায্য করা হয়। এর ফলে তাদের স্কুল ছাড়ার প্রবণতা কমবে। মেধাশ্রী স্কলারশিপের মাধ্যমে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ওবিসি জাতির পড়ুয়াদের বছরে ৮০০ টাকা দেওয়া হবে। এই স্কলারশিপ দেওয়া হবে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে। তব্র একটি ক্লাসে একবারই এই স্কলারশিপ দেওয়া হবে। কোনও পড়ুয়া যদি কোনও ক্লাসে একবারের বেশি থাকে, তাহলে সে ক্ষেত্রে তাকে স্কলারশিপ দেওয়া হবে না। পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হলে ফের মিলবে স্কলারশিপ।
তবে মেধাশ্রী স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়াকে ওবিসি অন্তর্ভুক্ত হতে হবে। আবেদনকারী পড়ুয়াকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। তাকে অবশ্যই সরকারি বা সরকারি অনুদান এবং অনুমোদনপ্রাপ্ত স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়া হতে হবে। আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় আড়াই লাখ টাকার থেকে কম হতে হবে। তবে, কেউ যদি অন্য কোনও সরকারি বা বেসরকারি স্কলারশিপ পায়, তাহলে সে মেধাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না। বর্তমানে, শুধুমাত্র দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে মেধাশ্রী স্কলারশিপে আবেদন করা যাচ্ছে। তাই এখন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই প্রকল্পে ফর্ম নিয়ে সঠিকভাবে ফিলআপ করে প্রয়োজনীয় নথির সঙ্গে জমা দিতে হবে।