চব্বিশের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে আগেই বিজেপির বিরুদ্ধে বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দেখানো সেই পথে ইতিমধ্যেই হাঁটা শুরু করেছে দেশের বিরোধী দলগুলি। যার স্পষ্ট প্রতিফলন দেখা গিয়েছে সদ্যসমাপ্ত বাজেট অধিবেশনে। সংসদের বাইরেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগেই দিল্লীতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের উদ্যোগে এক সঙ্গে বসেছিল বিজেপি বিরোধী দলগুলি। এবার একে একে বিভিন্ন সমমনস্ক দলের নেতাদের ফোন করতে শুরু করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
সূত্রের খবর, শুক্রবার তামিলনাড়ুর জোট সরকারের অন্যতম সঙ্গী ও জাতীয় রাজনীতিতে বন্ধু দল ডিএমকে সুপ্রিমো স্ট্যালিনকে ফোন করেন খাড়গে। শীঘ্রই সব সমমনস্ক দল একত্রিত হয়ে একটি বৈঠক করার বিষয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। কংগ্রেসের আরেক জোটসঙ্গী উদ্ধব ঠাকরের সঙ্গেও কথা বলেছেন খাড়গে। কংগ্রেসের সঙ্গে জোটে থাকলেও যারা হাত শিবিরের নেতৃত্ব মানতে নারাজ। তাদের মধ্যে অন্যতম নীতিশ কুমার। কংগ্রেস সভাপতি তাকেও ফোন করে এক ছাতার তলায় আসার অনুরোধ জানিয়েছেন। যদিও এখনও বৈঠকের স্থান বা সময় কিছুই ঠিক হয়নি। তৃণমূল কংগ্রেস, এসপি, এনসিপি, বাম-সহ অন্যান্য সমমনোভাবাপন্ন দলগুলির সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে প্রাথমিক আলোচনার পরই তা ঠিক হবে বলে মনে করা হচ্ছে।