পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই এবার নজরে উত্তরবঙ্গ। রাজ্যের ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যে জেলায় তৃণমূলের ফল সবচেয়ে খারাপ হয়েছে, তার মধ্যে অন্যতম হল আলিপুরদুয়ার জেলা। এই জেলার ৫ বিধানসভা আসনেই পর্যুদস্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। এ ছাড়া উত্তরবঙ্গের একাধিক আসন হাতছাড়া হয়েছে। তাই আলিপুরদুয়ার জেলা নিয়ে বৈঠকে বুথ স্তরীয় সংগঠনে জোর দিতে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
শনিবার প্রকাশ্য সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বকেয়া টাকা আটকে রাখা থেকে সিবিআই-ইডি-র ব্যবহার নিয়ে প্রকাশ্যে সরব হলেন অভিষেক। জানালেন, তাঁদের ভদ্রতাকে দুর্বলতা ভাবছে কেন্দ্র। অভিষেক বলেন, ‘বিজেপিকে আপনারা জিতিয়েছেন। এরা হল কালসাপ। দুধ খেয়ে, আপনাকেই ছোবল মারছে।’
তাঁর কথায়, ‘বাংলার বিরোধী দলনেতা কেন্দ্রকে চিঠি লিখে বলছে বাংলার টাকা বন্ধ করে দাও। মানুষকে দুর্বল ভাবলে অধিকারের টাকা বন্ধ করে দেওয়া হয়। তাই আপনাদের যারা ভাতা মারছে তাদের বিরুদ্ধে আন্দোলন করুন। এই জেলা থেকে চার লক্ষ মানুষের সই চাই। আমাকে আপনারা সই দিন, আমি একশো দিনের টাকা ছিনিয়ে আনব। বিজেপির উদ্দেশ্য তাঁর হুঁশিয়ারি, দিল্লিতে বৃহত্তর আন্দোলন হবে৷ তোমরা যে ভাষায় বোঝো, আমি সেই ভাষাতেই উত্তর দিতে জানি৷ দিল্লি স্তব্ধ করে ছাড়ব। মন্ত্রক চলতে দেব না তোমাদের। কোনও সিবিআই, ইডির ক্ষমতা নেই। যত আমাদের পিছনে এদের লাগাবে, রাস্তায় নেমে আমাদের আন্দোলন তত বাড়বে।’
সঙ্গে তিনি যোগ করেন, ‘গত সাত মাসে আমি ৪ বার এসেছি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। আমরা হয়ত ২০২১ সালে এখানে ভাল করতে পারিনি। কিন্তু আপনারা বলতে পারবেন না আমরা এখানে কাজ করিনি৷ আমরা আলিপুরদুয়ারের সব অঞ্চলেই কাজ করছি। এটাই আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য। আগে সভা করতে আসলে বলা হত, উত্তরবঙ্গে অভিষেক। এখন বলা হয় আলিপুরদুয়ারে অভিষেক। এই দৃষ্টিভঙ্গির বদল এসেছে। আগামী ১৬ তারিখ থেকে বুথে বুথে আন্দোলন চলবে বলে জানিয়েছেন তিনি৷’