সামনেই বাংলাজুড়ে পঞ্চায়েত নির্বাচন। সরগরম রাজ্য-রাজনীতি। তার আগে ফের সমবায় সমিতির নির্বাচনে সাফল্য পেল তৃণমূল কংগ্রেস। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সেবা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। বিপুল জয়ের পরে তৃণমূলের পক্ষ থেকে বিজয় মিছিল করার পাশাপাশি আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কর্মীরা। এই সমবায় সমিতি নির্বাচনে সিপিএমের পক্ষ থেকে মনোনয়নপত্র তোলা হলেও শেষ পর্যন্ত জমা দেওয়া হয়নি। আবার বিজেপি মনোনয়ন পত্র তোলেনি। ফলে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে।
দাসপুর ১ নম্বর ব্লকের সেকেন্দারি এলাকার সমবায় সমিতিতে মোট ৫০ টি আসন রয়েছে। তারমধ্যে সবকটিতেই মনোনয়ন জমা দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এদিকে, সিপিএম ১৫ টি আসনে মনোনয়নপত্র তুলেছিল। তবে শেষ পর্যন্ত কোনও আসনে মনোনয়নপত্র জমা দেয়নি সিপিএম। আবার বিজেপি মনোনয়নপত্র তোলেইনি। উল্লেখ্য, ২৭ এবং ২৮শে মার্চ ছিল মনোনয়নপত্র তোলার সময় এবং তা জমা দেওয়ার সময় ছিল ২৯ এবং ৩০শে মার্চ। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিল গত ২রা এপ্রিল।
এদিন জয়ের পরে তৃণমূলের পক্ষ থেকে বিজয়মিছিল বের করা হয়। আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল নেতা কর্মীরা। তৃণমূলের বক্তব্য, এই জয়ের ফলে সমবায় সমিতির আরও উন্নয়ন হবে। উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকটি সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল গত বছর উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে একটি সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল শাসক দল।বসিরহাটের ১নং ব্লকের নিমদাঁড়িয়া-কোদালিয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন হয়েছিল। ওই সমবায় সমিতিতে ৯ টি আসন ছিল। কোনও বিরোধী ওই সমবায় সমিতির নির্বাচনে মনোনয়পত্র জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতে ঘাসফুল শিবির।