রাজ্যবাসীর দোরগোড়ায় সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিতে একুশের বিধানসভা ভোটের আগে দুয়ারে সরকার প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা ইতিমধ্যেই সুপার ডুপার হিট। একুশের নির্বাচনে ভোটবাক্সে এর সুফলও পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। এপ্রিলের শুরু থেকে জেলায় জেলায় শুরু হয়েছে দুয়ারে সরকার শিবিরের ষষ্ঠ সংস্করণ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে এই সরকারি কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রের খবর৷ কিন্তু, আবেদন করার নিরিখে, সবচেয়ে এগিয়ে রয়েছে কোন সরকারি প্রকল্প? কোন ক্ষেত্রে আবেদন করায় বেশি ঝোঁক মানুষের৷ এবার সামনে এল তথ্য়৷
এবারে দুয়ারে সরকার শিবিরে মোট ৩৩ টি প্রকল্প রাখা হয়েছে। তার মধ্যেই এখনও পর্যন্ত ছয়টি প্রকল্পে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার এখনও পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে বলে নবান্ন সূত্রে খবর। এখনও পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে “বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা” প্রকল্পে। মোট ৪ লক্ষ ১২ হাজার ৬৬১ টি আবেদন জমা পড়েছে এই প্রকল্পে। পাশাপাশি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ২ লক্ষ ৩৬ হাজার ৪৭৮ টি আবেদন জমা পড়েছে। স্বাস্থ্য সাথী প্রকল্পে ১ লক্ষ ৮১ হাজার ২৩১ টি আবেদন এখনও পর্যন্ত জমা পড়েছে।
কন্যাশ্রী প্রকল্পে ৮৩ হাজার ৯১৯ টি, কৃষক বন্ধু প্রকল্পের ৬৬ হাজার ১৯৪ টি ও খাদ্য সাথী প্রকল্পে ৫৫ হাজার ২৭৯ টি আবেদন জমা পড়েছে। নবান্নের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এই ছটি প্রকল্পে সব থেকে বেশি আবেদন জমা পড়েছে। গতকাল পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে ৩৫ লক্ষ ৮৯ হাজার ৬৭৬ জন উপভোক্তা এসেছেন। এখনও পর্যন্ত ৬৩ হাজার ৪৩১ টি ক্যাম্প করা হয়েছে দুয়ারে সরকার শিবিরের। মোট আবেদন ৫ এপ্রিল পর্যন্ত জমা পড়েছে ১৩ লক্ষ ৮৭ হাজার ২৩৮টি। জমা পড়া আবেদনের মধ্যে ৬৫ শতাংশ আবেদনের নিষ্পত্তি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। মোট ৯ লক্ষ ২ হাজার ৬৩ টি আবেদনের নিষ্পত্তি ইতিমধ্যে করা হয়ে গেছে বলেই জানানো হয়েছে নবান্নের তরফে। আবেদনপত্র অনুমোদন দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত ৮ লক্ষ ৯৩ হাজার ৯২৫টি।