রাজ্যে বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের বাদ্যি। দিনক্ষণ ঘোষণা না হলেও জোরকদমে প্রচার চালাচ্ছে শাসক থেকে বিরোধী সবদলই। এরইমধ্যে রাজ্য পুলিশ দিয়ে ভোট হবে নাকি মাঠে নামবে কেন্দ্রীয় বাহিনী তা নিয়ে চলছে চাপানউতর। তবে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশের ওপর নিজের আস্থার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে তৃণমূল-কংগ্রেস খুবই ভাল ফল করবে।
তাঁর কথায়, ‘আমরা ভোটের জন্য প্রস্তুত রয়েছি। আমার মনে হয় না কেন্দ্রীয় বাহিনীর দরকার আছে। রাজ্য পুলিশ দিয়েই নির্বাচন হতে পারে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে তো বিধানসভার নির্বাচন হল। তাতে কোনও লাভ হল না। ওরা ২০০ পার তো করতে পারল না। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশনই।’ এরপরই জেলার পথশ্রী প্রকল্পের কাজের খতিয়ান তুলে ধরেন মন্ত্রী। বলেন, ‘পথশ্রী প্রকল্পে জেলায় ১৩৩ টি রাস্তা হচ্ছে। এর মধ্যে ১৩২ টি রাস্তার টেন্ডার ডেকে কাজের বরাত দিয়ে দেওয়া হয়েছে। খুব স্বচ্ছতার সঙ্গে এই সব কাজের ই-টেন্ডার ডেকে কাজের বরাত দেওয়া হয়েছে। অন্যান্য প্রকল্পেও আলিপুরদুয়ার জেলায় খুব ভাল কাজ হয়েছে।’