সাম্প্রতিক সময়ে দিল্লীতে একাধিকবার দেখা গিয়েছে, কংগ্রেসের ডাকে সাড়া দেয়নি তৃণমূল। অন্যান্য বিরোধী দল তাদের আমন্ত্রণে সাড়া দিলেও, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের অনুপস্থিতি চোখে পড়েছে বারবার। কালীঘাটের বৈঠকেও কংগ্রেসকে বাদ দিয়ে চলার কথা সোজাসুজি জানিয়ে দিয়েছিল ঘাসফুল শিবির।
তবে, বুধবার ছিল ব্যতিক্রম। গতকাল রাজ্যসভার সাংসদ তথা বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের কক্ষে একাধিক বিরোধী দলের নেতাদের সঙ্গে হাজির ছিলেন তৃণমূল সাংসদরাও। আর এবার জানা গেল, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। চলতি সপ্তাহেই সেই বৈঠক হয়েছে বলে কংগ্রেস সূত্রের খবর। জানা গিয়েছে, ১০ জনপথে সোনিয়ার বাসভবনে হয় সেই বৈঠক। প্রায় ৪০ মিনিট ধরে চলে আলোচনা। তবে বৈঠকের ব্যাপারে মুখ খুলছে না কোনও পক্ষই।