একুশের ভোটযুদ্ধে ভরাডুবির পর থেকেই শনির দশা শুরু হয়েছে বঙ্গ বিজেপির। দলত্যাগের হিড়িক, গোষ্ঠীকোন্দল তো ছিলই। পঞ্চায়েত নির্বাচনের আগে বেহাল দশা সংগঠনেরও। যার ফলস্বরূপ নীচতলায় কার্যত বিলুপ্তপ্রায় দলে পরিণত হয়েছে বঙ্গ বিজেপি। আর এহেন পরিস্থিতিতে দেশজুড়ে যখন গেরুয়া শিবির বিজেপির ৪৪তম প্রতিষ্ঠা দিবস পালন করছে তখন বঙ্গে দেওয়াল লেখার কর্মীও পাচ্ছে না পদ্মশিবির।
প্রসঙ্গত, রাজ্যজুড়ে দলের প্রতিষ্ঠা দিবস পালন করছেন বঙ্গ বিজেপির নেতারা। সকাল সকাল কার্যালয়ের সামনে হাজির হয়ে দলের পতাকা তোলা, বিরোধীদের গালমন্দ করা, লাড্ডু বিতরণ করা— সবই চলছে। শুধু হচ্ছে না দেওয়াল লেখার কাজ। কারণ সে কাজ করার মতো কর্মীই নেই দলে। এদিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপিকে নির্দেশ দিয়েছে, আগামী ১৪ এপ্রিলের মধ্যে রাজ্যের ৭২ হাজার বুথে কমপক্ষে একটি করে দেওয়াল লিখতে হবে দলের প্রচারের জন্য।
জানা গিয়েছে, দিল্লীর নেতাদের নির্দেশ, প্রতি বুথের একটি দেওয়ালে লিখতে হবে ‘আরেকবার ফের মোদী সরকার, আরেকবার ফের বিজেপি’ এই স্লোগান। কিন্তু লিখবে কে? রাজ্যের কয়েক হাজার বুথে একজনও কর্মী নেই। বাংলায় যে সংখ্যক বুথ রয়েছে তার ৩০ শতাংশ অর্থাৎ প্রায় ২১ হাজার বুথে কোনও কর্মী নেই। বাকি বুথে কর্মী থাকলেও সবক্ষেত্রে কর্মীর অভাবে বুথ কমিটি গঠন হয়নি। সংখ্যালঘু এলাকায় একটি বুথেও একজনও কর্মী নেই। অথচ এই বঙ্গ বিজেপিকেই দলের সভাপতি জে পি নাড্ডা দায়িত্ব দিয়েছেন, চব্বিশের ভোটে বাংলায় ২৫-এর বেশি আসন জেতার। যেখানে দল ৫টি আসনেও জয়ের মুখ দেখবে কিনা তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেখানে ২৫টি আসন দখল করার স্বপ্ন যে অচিরেই দুঃস্বপ্নে রূপান্তরিত হতে চলেছে তা বেশ বুঝতে পারছেন বঙ্গ বিজেপির নীচুতলার নেতা থেকে কর্মীরা।