আবহাওয়া পরিবর্তন হতেই দেশজুড়ে বাড়তে শুরু করেছে জ্বর-সর্দিকাশি-শ্বাসকষ্টজনিত সমস্যা। আর এরই মধ্যে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। যার ফলস্বরূপ ভারতে আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে মারণ ভাইরাসের সংক্রমণ। এবার যেমন একদিনে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেল। লাফিয়ে বাড়ছে অ্যাকটিভ কেসও।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৩৫ জন। যেখানে মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৪৩৫। অর্থাৎ একদিনের মধ্যেই এক হাজার বেড়েছে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি, দেশে অ্যাকটিভ কেসও ২৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২৫ হাজার ৫৮৭।