১০০ দিনের কাজের বকেয়া নিয়ে জেলায় ব্যাপক প্রচার করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি লাগাতার কেন্দ্রের সমস্যা নিয়ে ব্লকে ব্লকে নেতাদের যাওয়ার নির্দেশ দিলেন তিনি।পূর্ব মেদিনীপুরে হেলিপ্যাড গ্রাউন্ডে দাঁড়িয়ে জেলার নেতাদের এমনই নির্দেশ দেন তিনি।
১০০ দিনের কাজ নিয়ে দিল্লির বুকে সোচ্চার হচ্ছে তৃণমূল। এই প্রসঙ্গ উল্লেখ করে মমতা বলেন, ‘ব্লকে ব্লকে যাও। মানুষকে বলো দিল্লি টাকা দিচ্ছে না’। তবে পূর্ব মেদিনীপুরের নেতাদের উদ্দেশ্য করে বললেও তৃণমূল শিবিরের ব্যাখ্যা শুধু মেদিনীপুর না, গোটা রাজ্যেই ব্লকে ব্লকে এই কর্মসূচি পালন করবে শাসকদল।
প্রসঙ্গত, রমজান শেষ হলেই দিল্লি অভিযান করবে তৃণমূল কংগ্রেস। ১০০ দিনের কাজ নিয়ে ইতিমধ্যেই অভিষেকের নেতৃত্বে দিল্লিতে সরব হয়েছে তৃণমূলের সাংসদরা । ওই একই ইস্যুতে দিল্লি অভিযানের ডাক ও দিয়েছে তৃণমূল। এবার দিল্লির বুকে সরব হওয়ার আগে ব্লকে ব্লকে দিল্লির বঞ্চনা নিয়ে সরব হওয়ার নির্দেশ দিলেন মমতা।
একশো দিনের কাজ নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন অব্যহত। এই আবহেই আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই মমতা বলেছেন, কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা না দিলে ‘দুর্বার’ আন্দোলন হবে। রাজ্য পঞ্চায়েত নির্বাচনের আগে মমতা এই আন্দোলন হুঁশিয়ারি অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।