সেনার মহিলা আধিকারিকদের আদালতের নির্দেশে স্থায়ী কমিশনে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে কেন্দ্রের গড়িমসি নিয়ে এবার কড়া অবস্থান নিচ্ছে আদালত। তাঁদের সার্বিক সার্ভিস প্রোফাইল তৈরির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এড়িয়ে যাচ্ছে এই অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। এনিয়ে এবার দেশের শীর্ষ আদালত কেন্দ্রের বিরুদ্ধে আদালত অবমাননার পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
একাধিক মহিলা আধিকারিক এনিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের কথায় বার্ষিক কনফিডেন্সিয়াল রিপোর্ট একাধিক ক্ষেত্রে চেপে যাওয়া হচ্ছে। এবার এনিয়ে প্রধান বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি জেবি পর্দিওয়ালা কেন্দ্রকে জানিয়েছেন, এটা কিন্তু ২০২১এর রায়কে ভঙ্গ করা। মহিলা আধিকারিকদের অ্য়াচিভমেন্টগুলিকেও হিসাবের মধ্যে রাখতে হবে।
অ্য়াডিশনাল সলিসিটর জেনারেল কেএম নটরাজ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে আদালতে সওয়াল করেছিলেন। বিচারপতিদের বেঞ্চ তাঁকে জানিয়েছেন, মনে হচ্ছে আমাদের নির্দেশকে এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। উচ্চতর কর্তৃপক্ষকে বলুন তারা যেন এটা ঠিকঠাক করে নেয়, নাহলে আমরা কিন্তু এবার কড়া ব্যবস্থা নেব।
আদালতের তরফে সেই ২০২১ সালের একটি নির্দেশকে উদ্ধৃত করা হয়েছে। আদালত জানিয়েছে, ২০১১ সালে আপনারা তাদের পার্মানেন্ট কমিশনের জন্য বিবেচনা করেননি। সেটা জেনে আমরা বলেছিলাম তাদের সার্বিক সার্ভিস প্রোফাইলটা দেখে নিতে। ২০১১ সালের পরে তাঁদের যে সমস্ত প্রাপ্তি হয়েছে সেটা কীভাবে আপনি এড়িয়ে যেতে পারেন? অন্যদিকে এর আগে প্রতিরক্ষামন্ত্রক এর আগে যে সমস্ত নির্দেশ বিভিন্ন সময়ে দিয়েছিলেন সেটাও আদালতের তরফে উল্লেখ করা হয়।