এর আগেই তিনি দাবি করেছিলেন, ‘প্রভাবশালী’দের নাম বলার জন্য তাঁর ওপর চাপ দিচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর এবার আরও এক ধাপ এগিয়ে কুন্তল ঘোষ কবুল করলেন, যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দিচ্ছেন সিবিআইয়ের আধিকারিকরা। শুধু তাই নয়। এই অভিযোগ তুলে আইনজীবী মারফত আলিপুর আদালতের বিচারককে চিঠিও দিয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত কুন্তল। বৃহস্পতিবার তিনি নিজেই এই কথা তিনি নিজেই জানিয়েছেন।
এদিন ধৃত তাপস মণ্ডলকে আদালত চত্বরে প্রশ্ন করা হয়, ‘কোনও প্রভাবশালীর নাম প্রকাশ্যে আনবেন?’ উত্তরে তাপস বলেন, ‘ওর কাছেই নতুন নাম শুনুন।’ সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হয়, ‘কার কথা বলছেন?’ তাপস সংক্ষিপ্ত উত্তর দিয়ে বলেন, ‘কুন্তল, কুন্তল।’ তাপস এই মন্তব্য করার কিছু সময় পরেই ‘প্রভাবশালী’র নাম প্রকাশ্যে আনলেন কুন্তল।সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে আদালত চত্বরে কুন্তল বলেন, ‘আগে যে বক্তব্য রেখেছিলাম, সেটাই লিখিত আকারে মহামান্য বিচারককে জানিয়েছি।’ কার নাম বলার জন্য জোর দেওয়া হচ্ছে, এই প্রশ্নের উত্তরে কুন্তল বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য আমায় চাপ দেওয়া হচ্ছে। আদালতকে চিঠি দিয়ে সবটা জানিয়েছি।’