মাত্র কয়েকদিন আগের ঘটনা। মহাসমারোহে বেঙ্গালুরুর সদ্যনির্মিত মেট্রো স্টেশন উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর উদ্বোধনের দিনসাতেক পরেই প্রকাশ্যে এল সে স্টেশনের বেহাল দশা। রীতিমতো থইথই করছে জল! চরম ভোগান্তির শিকার যাত্রীরা। গতকাল অর্থাৎ মঙ্গলবার প্রবল বৃষ্টি হয়েছে বেঙ্গালুরুতে। সেই বৃষ্টিতে নাল্লুরহাটি মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে এবং টিকিট কাউন্টারের সামনে জল জমেছে। সেই ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। নতুন এই মেট্রো লাইন হোয়াইটফিল্ড থেকে কৃষ্ণরাজাপুরম পর্যন্ত বিস্তৃত। প্রায় ৪,২৪৯ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এই স্টেশন। প্রধানমন্ত্রী উদ্বোধনও করেছেন। কিন্তু তার ক’দিনের মধ্যেই জলযন্ত্রণায় ভুগছেন আমজনতা। নতুন মেট্রো স্টেশনের এহেন পরিস্থিতি দেখে স্বাভাবিকভাবেই স্টেশনের পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন। বিতর্কের মুখে সে রাজ্যের বিজেপিশাসিত সরকারও।
প্রসঙ্গত, ‘হোয়াইটফিল্ড রাইজিং’ নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে ক্যাপশনে লেখা, “একদম নতুন হওয়া নাল্লুরহাল্লি মেট্রো স্টেশনের ভিতরে অবস্থা। টিকিট কাউন্টার, প্ল্যাটফর্মের উপর জল থই থই করছে।” সেখানেই একজন ইউজার লিখেছেন, “বর্ষাকাল আসেনি, তার আগেই এই অবস্থা।” আরেকজন লিখেছেন, “পুরোপুরি কাজ শেষ না হওয়ার আগে তাড়াহুড়োয় মেট্রো স্টেশন খুলে দিলে এমন অবস্থাই হয়।” উল্লেখ্য, মঙ্গলবার সন্ধেয় বৃষ্টিপাতের ফলে শুধু মেট্রো স্টেশনে জল জমেছে তাই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে বেঙ্গালুরুতে বিমান পরিষেবাও। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মোট চৌদ্দটি বিমানের রুট বদল করা হয়েছে। পাশাপাশি দেরিতে ছেড়েছে বলে জানা গেছে বেশ কিছু বিমান।