আগামী ৬ই এপ্রিল, বৃহস্পতিবার ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হতে চলেছে নাইটরা। ইতিমধ্যেই সেই ম্যাচ নিয়ে তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা। সোমবার কলকাতায় পা রেখেছেন বিরাট কোহলিরা। মঙ্গলবার ইডেনে বিরাটের অনুশীলন দেখার অপেক্ষায় ছিলেন ভক্তেরা। কিন্তু তাঁদের হতাশই হতে হল। ঐচ্ছিক অনুশীলন বলে মাঠেই এলেন না বিরাট। তবে এদিন সন্ধায় আরসিবির তিন সতীর্থ ফ্যাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল ও মহম্মদ সিরাজকে নিয়ে হো চি মিন সরণিতে নিজের রেস্তোরাঁয় সময় কাটালেন তিনি। পুলিশ সূত্র অনুযায়ী, সন্ধ্যা ৭টায় আরসিবির তিনটি গাড়িতে বিরাটরা রেস্তরাঁয় আসেন। রাত পৌনে ১১টা পর্যন্ত সেখানেই চলে তাঁদের উৎসব। এক পুলিশকর্তা বলছিলেন, ‘‘বিরাটদের দেখা মাত্রই রেস্তোরাঁয় উপস্থিত লোকজন উল্লাসে ফেটে পড়েন। তাঁদের আবদার মেটানোর জন্য নিজস্বীও তুলতে হয় চার তারকাকে। তাঁদের অটোগ্রাফও দিয়ে যান তাঁরা।’’
এদিন এক সাক্ষাৎকারে বিরাট বলেছেন, ‘‘আমি আপনাদের একটা উপদেশ দিতে চাই। কখনও নিজের প্রত্যাশার কথা কাউকে বলবেন না। সেটা নিজের মধ্যেই রাখুন। একবার সেটা সবাইকে বলে দিলে দেখবেন তা দাবি বা চাহিদায় পরিণত হয়েছে।’’ তিনি জানিয়েছেন, গত কয়েক বছর তীব্র মানসিক চাপের মধ্যে দিয়ে চলতে হয়েছিল। তাঁর কথায়, ‘‘এমন একটা অবস্থা তৈরি হয়েছিল, যে হোটেলে থাকতাম তার সৌন্দর্যও উপভোগ করার মতো অবস্থা ছিল না। মানসিক ভাবে এখন খুব ভাল জায়গায় রয়েছি। আমার চারপাশে যা কিছু রয়েছে, তাদের সৌন্দর্য অনুভব করছি। এভাবেই এগিয়ে যেতে চাই।’’ পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজের ম্যাচ জেতানো ইনিংস নিয়েও মুখ খুলেছেন বিরাট। ‘‘আমার নিজেই বিস্মিত হয়ে গিয়েছিলাম। তবে এমন একটা ইনিংস খেলে আমিও রোমাঞ্চিত। এ ভাবেই আমাদের প্রত্যেকটি ম্যাচ ধরে খেলতে হবে। মু্ম্বইয়ের মতো দলকে হারানোর পরে সকলেই মানসিক ভাবে চাঙ্গা হয়ে রয়েছে’’, জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
