প্রয়াত বাবাকে টেনে অশালীন মন্তব্য করায় সিপিএমের শতরূপ ঘোষকে আইনি নোটিস পাঠিয়েছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পাশাপাশি মহম্মদ সেলিম ও বিমান বসুকে উকিলের চিঠি পাঠিয়েছিলেন তিনি। এবার আরও একধাপ এগিয়ে সিপিএমের তিন নেতার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করলেন তৃণমূলের মুখপাত্র। কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে মামলা দায়ের করেছেন। সেই মামলা গৃহীত হয়েছে বলে দাবি করেছেন কুণাল।
ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। বাম নেতা শতরূপ ঘোষের গাড়ি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল। তাঁর প্রশ্ন ছিল, ২০২১ সালে নির্বাচনী হলফনামায় যেখানে মাত্র ২ লক্ষ টাকা সম্পত্তি দেখিয়েছিলেন শতরূপ, সেখানে ২০২৩ সালে কীভাবে ২২ লাখি গাড়ির মালিক হলেন তিনি? এর জবাবেই কুণাল ঘোষকে আপত্তিকর ভাষায় আক্রমণ করেন শতরূপ। বলেন, ‘আমার বাবা আছে। সবার বাবা থাকে। তাঁরা গিফটও দেন। আশা করি কুণালবাবুরও ছিলেন, যদি না উনি টেস্ট টিউব বেবি হয়ে থাকেন।’
এরপরই আইনি নোটিস পাঠিয়ে শতরূপকে ক্ষমা চাইতে বলেন কুণাল। কিন্তু তা হয়নি। এবার মামলা হল আদালতে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে মানহানির মামলা কেন তারও ব্যাখ্যা দিয়েছেন তৃণমূল মুখপাত্র। তিনি বলেন, শতরূপ সেদিন সাংবাদিক সম্মেলন করেছিলেন আলিমুদ্দিন স্ট্রিটের সিপিএম রাজ্য দফতরে বসে। কিন্তু আলিমুদ্দিন স্ট্রিটের সিপিএম রাজ্য দফতরে বসে ওইরকম কদর্য কথাবার্তা বলার ৪৮ ঘণ্টা পরেও সেলিমদা, বিমানদারা নিন্দা করেননি। এতে প্রমাণিত, ওঁরা এই কুৎসার সমর্থক ও পৃষ্ঠপোষক।